কালিগঞ্জের ভাড়াশিমলায় করোনা ও ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও হাইজিন কিট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১ টায় আইরিশ এইড ও ক্রিচিয়ান এইড বাংলাদেশ এর আর্থিক সহায়তায়, লিডার্স এর বাস্তবায়নে ও বিন্দু নারী উন্নয়ন সংগঠনের সহযোগিতায় এসব বিতরণ করা হয়।
কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ কর্মী অ্যাডভকেট জাফরুল্লাহ ইব্রাহীম, সাংবাদিক সুকুমার দাস বাচ্চু, সাজেদুল হক সাজু, শেখ আতিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিন্দু নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া।
এ সময় ভাড়াশিমলা ইউনিয়নের ২৩০ জনের মাঝে নগদ ৩০০০ টাকা করে বিকাশের মাধ্যমে এবং প্রত্যেককে ৫ পিস সাবান, ১টি হ্যান্ড স্যানিটাইজার, ৫ পিস মাস্ক এবং ১ প্যাকেট ন্যাপকিন প্রদান করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]