কৃষ্ণ ব্যানার্জী, সাতক্ষীরা: সাতক্ষীরার কালীগঞ্জে কুষ্ঠ রোগের বর্তমান পরিস্থিতির নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১মে) সকালে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বক্তারা ২০৩০ সালের মধ্যে কুষ্ঠ মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গিকার পুনর্ব্যক্ত করে বলেন- আশাশুনি ও কালিগঞ্জ উপজেলায় একজন কুষ্ঠ আক্রান্ত ব্যক্তি ও তার পরিবারের সদস্য এবং আশেপাশের লোকজনকে ১ ডোজ রিফামপিসিন ক্যাপসুল খাওয়াতে হবে। নিয়ম মেনে ঔষধ সেবনের মাধ্যমে কুষ্ঠরোগ প্রতিরোধ করা অনেকাংশে সম্ভব হবে।
আরো বলেন- কুষ্ঠ সম্পর্কে জনগণকে সঠিক তথ্য দিতে হবে। পাশাপাশি কুষ্ঠ রোগীর সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ, সাহস যোগান আশ্বাস্ত করতে হবে। একই সাথে কুসংস্কার দূর করার পরামর্শ দেন বক্তারা।
কর্মশালায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিএসএস এবং লেপ্রসি মিশনের সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও রুপা রানী পাল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা: মো. আ. সালাম।
বিশেষ অতিথি হিসেবে সিএসএস এর স্বাস্থ্য পরিচালক সাজ্জাদুর রহিম পান্থ।
অন্যদের মধ্যে ডা. সাইফুল ইসলাম, ডা. মেহেরুল ইসলাম, সিএসএস এর প্রজেক্ট অফিসার মো. খালেকুজ্জামানসহ কালিগঞ্জ ও আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]