কালিগঞ্জে কৃষকের চাষাবাদ ও খাদ্য অধিকার নিশ্চিত করণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) বিকেলে কালিগঞ্জ ব্রিজের উপর বিন্দু নারী উন্নয়ন সংগঠন, বাংলাদেশের বৈদেশিক দেনা বিষয়ক কর্মজোট (বিডাবিউজিইডি), উপকূলীয় জীবনযাত্রা ও পরিবশে কর্মজোট (ক্লিন) এবং ঋণ ও উন্নয়ন বিষয়ক এশীয় জন-আন্দোলনের (এপিএমডিডি) যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কৃষক শামছুর রহমান বলেন, জলবায়ু পরির্তনের কারণে দক্ষিণ অঞ্চলসহ সারা দেশে দিনে দিনে কৃষি জমি কমে যাচ্ছে। কৃষক জমি চাষ করতে পারছে না। নদীতে পর্যাপ্ত মাছ না থাকায় এ অঞ্চলের জেলেরা অন্য পেশায় যেতে বাধ্য হচ্ছে। আমি এখন ভ্যান চালাতে বাধ্য হয়েছি। তাই আমরা চাই আমাদের জেলে ও কৃষক ভাইদের জন্য সরকার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক।
বিন্দুর পরিচালক জান্নাতুল মাওয়া বলেন, এ দেশের কৃষক, জেলেদের যে ক্ষতি সাধন হচ্ছ তা পুরণ ও তাদের রক্ষা করতে হলে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত দেশগুলো থেকে শর্তহীন প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা নিতে হবে। কিন্তু উন্নত বিশ্ব আমাদের দুর্যোগকে কেন্দ্র করে ঋণের ব্যবসা করতে চায়। এ আচারণের বিরুদ্ধে জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতা হিসেবে বাংলাদেশকেই কথা বলতে হবে।
জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের কৃষক ও জেলে পেশা জীবিদের যীবনযাত্রায় যে সকল সমস্যার সম্মুখিন হচ্ছে তা তাদের পেশাকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। এভাবে চলতে থাকলে ক্রমশ হারিয়ে যাবে এ পেশাজীবি মানুষেরা। কিন্তু এদের রক্ষায় ও পরিকল্পনা বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরসমূহের কোন উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না বলে জানান তিনি।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কানিজ শাইমা, আকলিমা, আল-আমিন, বিল্লাল সহ নানান পেশার মানুষ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]