কালিগঞ্জে কোভিড-১৯ প্রতিরোধে ঝুঁকি নিরূপণ, যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকাবার্তা, যোগাযোগ জোরদারকরণ কমিটি, স্বাস্থ্য বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগসমূহের সাথে টাউনহল মিটিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ আগস্ট) সকালে দি হাঙ্গার প্রজেক্ট’র আয়োজনে ইউনিসেফ’র সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ মিটিং অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, কালিগঞ্জ প্রেসক্লাবের ক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কোভিট -১৯ এর ভয়াবহতা শেষ হলেও এখনো এর বিস্তার শেষ হয়ে যায়নি। তাই আমাদের গ্রামগঞ্জে এখনো পর্যন্ত তারা কোভিট-১৯ এর টিকা সবগুলো গ্রহণ করেনি এবং এখনো পর্যন্ত কোন প্রকার কোভিড এর ভ্যাকসিন গ্রহণ না করা ব্যক্তিদের খুঁজে বের করে তাদেরকে টিকাদানে সহায়তা করতে হবে। এ জন্য সব বিভাগকে সম্মিলিতভাবে কাজ করতে হবে বলে বক্তারা জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]