সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রসাসনের সহযোগিতায় এবং খাদ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে খাদ্যের নিরাপদতা "শীর্ষক" সেমিনার।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষ্যে বুধবার বেলা ১১টায় উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম এর সভাপতিত্বে সেমিনারে অংশগ্রহন করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, মৌতলা ইউপি চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম, উপজেলা স্যানিটারী অফিসার আব্দুস সোবহান, বিশিষ্ট সাহিত্যিক ও প্রবন্ধীক অধ্যাপক গাজী আজিজুর রহমান, শহীদ সোহরাওয়ার্দী পার্ক কমিটির সেক্রেটারী এ্যাড. জাফরুল্যাহ ইব্রাহিম, উপজেলা সমাজসেবা অফিস সহকারি তৈয়েবুর রহমান, রোকেয়া মনসুর মহিলা কলেজের শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান, নলতা ইউপি সচিব কামরুল হাসান বাবু, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল প্রমুখ।
সেমিনারে নিরাপদ খাদ্য ও জনসচেতনতার মূল বিষয়াদী উপস্থাপন করেন সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মোখলেছুর রহমান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]