সাতক্ষীরার কালিগঞ্জে ভ্রাম্যমান আদালতে এক মাদক কারবারি কে জরিমানা করা হয়েছে।
কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যক্তিকে গাঁজা সেবন ও সংরক্ষণের অভিযোগে কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন।
শনিবার (২২ মে) বেলা ২টার দিকে গাঁজা সেবন ও সংরক্ষণ এর দায়ে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হোসেনপুর গ্রামের লক্ষীপদ বিশ্বাসের ছেলে গৌর বিশ্বাস (৫৬) কে ৬ মাস বিনাশ্রম কারাদন্ড এবং অতিরিক্ত ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
জানা গেছে, গৌরপদ বিশ্বাস চায়ের দোকানের আড়ালে নিজে গাঁজা সেবন ও সংরক্ষণ করে রাখত গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ উপ-পুলিশ পরিদর্শক ওয়াহিদুজ্জামান সহকারি উপ-পুলিশ পরিদর্শক তরুণ কুমার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গাঁজাসহ আটক করে। পরে ভ্রাম্যমান আদালতে তাকে সাজা দেওয়া হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]