মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জে শিশুফুল গাছ কাটতে গিয়ে আবু বক্কর ওরফে বলি মোড়ল (৪৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃ*ত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (২৯ জানুয়ারি) সকালে কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহারপুর গ্রামের মুনছুর আলীর বাড়িতে।
প্রত্যক্ষ সূত্রের বরাতে জানা যায়- প্রতিদিনের ন্যায় বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দপুর (বটতলা) গ্রামের আব্দুল জব্বারের পুত্র আবু বক্কর ওরফে বলি মোড়লসহ ১১ জন শ্রমিক গাছ কাটতে পার্শ্ববর্তী মনোহারপুর গ্রামের মুনসুরের বাড়িতে যায়।
ঘটনাস্থলে একই সাথে কাজ করতে থাকা নিহতর বড় ভাই গোলাম মোস্তফা জানান, তার ভাই বলি মোড়ল শিশুফুল গাছের ডাল কাটার সময় অসাবধানতার কারণে কাছিতে বাধা কাটা ডালটি সজোরে ধাক্কা দিলে এবং গাছের দো-ডালে আটকা পড়লে তার বুকে ও মাথায় আঘাত লাগায় রক্তক্ষরণ হয়ে সে মৃ*ত্যুর কোলে ঢেলে পড়ে। তখনি তার সহকর্মীরা গাছ থেকে নিচে নামায়।
এদিকে, কালিগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]