সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে ৫নং কুশুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশ এবং স্থানীয় সরকার বিভাগ পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশনে এর বাস্তবায়নে, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ দ্বিতীয় পর্যায়ে প্রকল্পের উপজেলা মাসিক কর্মী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সমন্বয়কারী মোঃ শাহিনুর রহমান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এসএম রাজু জবেদ, ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর ইউএনডিপি বাংলাদেশ।
উপজেলার ১২টি ইউনিয়নের সকল গ্রাম আদালত সহকারীর উপস্থিতিতে সভার কার্যক্রম শুরু হয়।
সভায় এস এম রাজু জবেদ গ্রাম আদালতের শুফল মামলার অগ্রগতি মামলা নিষ্পত্তি এবং মামলার ডকুমেন্টেশন সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সকল গ্ৰাম আদালত সহকারী সামাজিক দুরাত্ব বজায় রেখে মামলা গ্ৰহন নিষ্পত্তি কার্যক্রম করার জন্য নির্দেশ প্রদান করেন। গ্ৰাম আদালত সম্পর্কে মানুষের আরো বেশি সচেতন করতে হবে যেন সাধারণ মানুষ গ্রাম আদালতের মাধ্যমে ন্যায় বিচার পেতে পারে। প্রত্যেক গ্রাম আদালত সহকারী সে বিষয়ে খেয়াল রাখতে হবে। গ্ৰাম আদালত সহকারীকে করোনা ভাইরাস সম্পর্কে সাধারন জনগনকে সচেতন করার সিদ্ধান্ত গৃহিত হয়। সাবান ও পানি দিয়ে হাত ধুয়ে রুমে প্রবেশ করতে হবে। মাস্ক পরে রুমে প্রবেশ জন্য সচেতন করতে হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]