কালিগঞ্জে গ্রাম আদালতে বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ ও ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের উদ্যোগে গ্রাম আদালতে বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ শীর্ষক ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল এর সভাপতিত্বে কর্মশালায় গ্রাম আদালতের সার্বিক দিক তুলে ধরে আলোচনা করেন গ্রাম আদালতের জেলা সমন্বয়কারী মোঃ জহির উদ্দীন, কালিগঞ্জ উপজেলা সমন্বয়কারী মোঃ শাহিনুর রহমান, মথুরেশপুর ইউনিয়ন গ্রাম আদালতের সহকারী মুরাদুল হক, মৌতলা ইউনিয়ন গ্রাম আদালতের সহকারী রেবেকা সুলতানা, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন গ্রাম আদালতের সহকারী নূর হোসেন প্রমুখ।
কর্মশালায় উপজেলার ১২টি ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান, মহিলা ইউপি সদস্যা ও স্থানীয় নারী নেত্রীরা অংশ গ্রহণ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]