কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগ তুলেছেন স্থানীয় ব্যবসায়ী রওশান আলী কাগুচির পরিবার।
ব্যবসায়ী রওশান আলীর মেয়ে রাজিয়া সুলতানা বুধবার (১০ সেপ্টেম্বর) মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কালিগঞ্জ সাংবাদিক ফোরামের কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য জানান, ইউনিয়নে ব্যবসা করতে হলে তার বাবাকে টাকা দিতে হবে বলে চেয়ারম্যান সাফিয়া পারভীন চাপ সৃষ্টি করেন। জমি ক্রয়ের পর চেয়ারম্যান ১৫ লাখ টাকা দাবি করেন রওশান কাগুচীর নিকট। দাবীকৃত টাকা না দেওয়ায় চেয়ারম্যান তার বাবার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ওয়ারেশ কায়েম জালিয়াতির মামলা করেন, যা বর্তমানে আদালতে বিচারাধীন।
রাজিয়া সুলতানার দাবি, চেয়ারম্যান সাফিয়া মৃত বিমল মাস্টারের স্ত্রী সীতা রানীকে প্রভাবিত করে তার টিপসই ও স্বাক্ষর নিয়ে নিজের ও তার সহযোগী তৌফিক এবং নুর হকের নামে দলিল করে নিয়েছেন। এই ঘটনার প্রমাণ হিসেবে কথোপকথনের অডিও রেকর্ডও তাদের কাছে রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এছাড়া অভিযোগ করা হয়, গত ৮ সেপ্টেম্বর রাতে চেয়ারম্যান ও তার সহযোগীরা রওশান আলীর বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের হুমকি দেন এবং দেশীয় অস্ত্রের মুখে তার মা সেলিনা বেগমের কাছ থেকে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেন। এ সময় তাদের বাড়িঘর দখল বা ধ্বংস করারও হুমকি দেওয়া হয় বলে দাবি করেন রাজিয়া।
রাজিয়া সুলতানা আরও বলেন, আমার বাবা একজন সৎ ব্যবসায়ী ও সমাজসেবক। তিনি কারও সাথে কোনো বিরোধে জড়াননি। কিন্তু চেয়ারম্যান সাফিয়া পারভীন অবৈধভাবে টাকা আদায়ের অপচেষ্টা ব্যর্থ হওয়ায় এখন আমাদের পরিবারকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা এবং আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ করার কূট কৌশলে মত্ত আছে।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
অভিযোগের বিষয়ে চেয়ারম্যান সাফিয়া পারভীনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]