জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের মারপিটে এক বৃদ্ধ ও তার পুত্রবধুকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে।
ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে ৭টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের দড়িসৈয়দ আলীপুর (চুনাখালী) গ্রামে।
সন্ত্রাসীদের হামলায় গুরুত্বর আহত উপজেলার দড়িসৈয়দ আলীপুর (চুনাখালী) গ্রামের মৃত আফিল উদ্দীনের পুত্র আব্দুল বারী (৮২) এবং তার পুত্রবধু ফরিদা খাতুন (৩০) কে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্ধার করে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে হাসপাতালে আহত আব্দুল বারী বাদী হয়ে তার পুত্র শহিদুল ইসলামের মাধ্যমে ১০জন কে আসামী করে শনিবার থানায় একটি এজাহার দায়ের করেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]