সাতক্ষীরার কালিগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমিনুর রহমান (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সে উপজেলার রতনপুর ইউনিয়নের বাঁশঝাড়িয়া গ্রামের গফফার গাজীর ছেলে।
শনিবার (১২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে রতনপুর-নুরনগর সড়কের কদমতলা মোড়ে বাবু মেম্বারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আমিনুর রহমান গাজী সকালে নুরনগর সেটে মাছ বিক্রি করে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে কদমতলা মোড়ে পৌঁছালে কালিগঞ্জ থেকে থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি টিম তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
এ বিষয়ে জানার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শেখ তৈবুর রহমানের কাছে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]