প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ১১:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১০, ২০২৩, ৭:৫৬ অপরাহ্ণ
কালিগঞ্জে দশম শ্রেনীর ছাত্রীর আত্নহত্যা
সে রহমতপুর নবযুগ শিক্ষা সোপান মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ও মানপুর গ্রামের আবু বককার শেখের মেয়ে।
সোমবার (১০ জুলাই) বেলা ১টার দিকে বসত ঘরের আড়ায় রশির সাহায্য ঝুলে আত্নহত্যা করে বলে জানা গেছে।
খবর পেয়ে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক বুলবুল কবীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত আছিয়া পারভীনের প্রায় ১ মাস পূর্বে শ্যামনগর উপজেলার জয়নগর গ্রামের আবু মুছার ছেলে মাছুম বিল্লাহর সাথে বিয়ে হয়।
আছিয়া পারভীনের ভাই একরামুল হোসেন জানান তার ভগ্নিপতি, বোন ও বাবা বাড়িতে ছিল। তার ভগ্নিপতি ও বাবা ঘুমাচ্ছিল পাশের কক্ষেই তার বোন আত্নহত্যা করে। একরামুল ও তার মা নাছিমা খাতুন বাড়ির বাইরে ছিল এবং বাইরে থেকে এসে রুমে ঢুকে বোন আছিয়া পারভীনকে আড়ার সাথে রশির সাহায্য ঝুলে থাকতে দেখে। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা রশি কেটে নিচে নামালেও ততক্ষনে তার মৃত্যু ঘটে।
নিহত আছিয়া পারভীনের মা নাছিমা খাতুন তার মেয়ের মানসিক সমস্যা ছিল এবং বিভিন্ন সময়ে আত্নহত্যার কথা বলত বলে জানিয়েছেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান আত্নহত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]
Copyright © 2025 কলারোয়া নিউজ. All rights reserved.