মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জে দুস্থদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। শনিবার (৬ এপ্রিল) সকালে বিন্দু নারী উন্নয়ন সংগঠন'র উদ্যোগে এ সামগ্রী প্রদান করা হয়।
বিন্দু নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া বলেন, জনপ্রতি ৫ কেজি চাউল, ৩ কেজি আলু, ১ কেজি পেয়াজ, আধা লিটার তৈল, ১ কেজি সেমাই, আধা কেজি লাচ্চা ও ১ কেজি চিনি প্যাকেজ আকারে প্রদান করা হয়।
তিনি আরও বলেন, ২০১৮ সালে প্রতিষ্ঠিত যুব নেতৃত্বাধীন নারীবাদী সংগঠনটি জলবায়ু ও নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করে। উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ বিশেষ করে নারীদের অধিকার রক্ষায় কাজ করে। নারীদের প্রতি সহিংসতা, যৌতুক, যৌন হয়রানি প্রতিরোধ এবং শিশু অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বিন্দু'র প্রোগ্রাম অফিসার (মিডিয়া এন্ড কমিউনিকেশন) শেখ শাওন আহমেদ সোহাগ, প্রোগ্রাম অফিসার (পরিবেশ) কানিজ শাইমা, প্রোগ্রাম অফিসার (জেন্ডার) শাহিনুর ইসলাম, হিসাব রক্ষক অফিসার অমিও কুমার মন্ডল, সহকারী প্রোগ্রাম অফিসার রুবিয়া খাতুন প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]