বর্তমান বিশ্বের জলবায়ু ও আবহাওয়ার পরিবর্তনের কারণে মৎস্য চাষ ঝুঁকিপূর্ণ হওয়ায় অত্র এলাকার আবহাওয়ার সাথে তাল মিলিয়ে মৎস্য চাষের উন্নয়নের লক্ষ্যে এলাকার সকল মৎস্য খামারিদের নিয়ে সাতক্ষীরার কালিগঞ্জে মতবিনিময় সভা ও খামারী সমাবেশে আজ শতাধিক মৎস্য চাষীকে ফুল দিয়ে বরণ করে নিলেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।
রবিবার (২৭ নভেম্বর) বেলা ১২ টায় উপজেলার পিরোজপুরে অনামিকা ট্রেডার্স এর কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য ফিরোজ কবির কাজল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দিন, মৌতলা ইউনিয়ন চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের ম্যানেজিং ডিরেক্টর ফিরোজ আহমেদ, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মতিউর রহমান, সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা ও অনামিকা ট্রেডার্স এর প্রোভাইডার অনিক মেহেদী, ছাত্রলীগ নেতা রাশিদুল ইসলাম জয় বাংলা আনিসুর রহমান প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]