মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জায়গায় নির্মিত তিনটি অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ১১ টা থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজাহার আলী।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (ওয়াপদা) এসও শুভেন্দু হালদার, উপজেলা ভূমি অফিসের নাজির সরোয়ার হোসেন প্রমুখ।
কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আজাহার আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে পাউখালী, বসন্তপুর ও নাজিমগঞ্জ বাজার সংলগ্ন তিনটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
এলজিইডি’র জায়গায় নির্মিত স্থাপনা উচ্ছেদেও অভিযান পরিচালনা করা হবে। যারা অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে সরকারি জায়গা দখলের সাথে জড়িত হবেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]