কালিগঞ্জে পুত্রবধূকে ধর্ষণের মামলায় শ্বশুর ফয়েজ আলী গাজীকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে থানার উপ-পরিদর্শক হাসানুর রহমান অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
এর আগে বুধবার সকালে ফয়েজ আলী গাজীর বিরুদ্ধে তার ছেলে জাহিদ হাসান থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত ফয়েজ আলী গাজী উপজেলার দক্ষিণ শ্রীপুরের মৃত আব্দুল জব্বার গাজীর ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, প্রায় একবছর পূর্বে উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের ফয়েজ আলী গাজীর ছেলে জাহিদ হাসানের (১৯) সাথে ওই কিশোরীর (১৪) বাল্যবিয়ে হয়। গত ৬ ডিসেম্বর স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন বাড়িতে না থাকার সুযোগে শ্বশুর ফয়েজ আলী গাজী পুত্রবধূকে জোরপূর্বক ধর্ষণ করেন।
এর কয়েকদিন পর আবারও বাড়িতে কেও না থাকার সুযোগে তাকে ধর্ষণ করা হয়। সর্বশেষ গত ১৪ ডিসেম্বর আবারও ফয়েজ আলী গাজী পুত্রবধূকে ধর্ষণ করেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে ফয়েজ আলী গাজীর বিরুদ্ধে তার ছেলে জাহিদ হাসান বুধবার সকালে একটি ধর্ষণ মামলা দায়ের করে। এরপর পুলিশ অভিযান চালিয়ে আসামি ফয়েজ আলীকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করেছে।
সুত্র পত্রদূত
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]