কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া ফুটবল মাঠে পানিয়া জনকল্যাণ সমিতির আয়োজনে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
খেলোয়াড়দের মাঝে ভাতৃত্বের বন্ধন অটুট রাখার জন্য ১৩ আগস্ট বিকালে মেসার্স অনামিকা ট্রেডার্স ফুটবল একাদশ বনাম রয়েল স্টার ফুটবল একাদশ এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ম্যাচে অনামিকা ট্রেডার্স ফুটবল একাদশ ৪-০ গোলে রয়েল স্টার ফুটবল একাদশকে পরাজিত করে।
খেলার শুরুতেই শোকের মাস আগস্ট এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার স্বপরিবার সহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
পরে মোবাইল ফোনের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী।
আরো বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী তথ্যপ্রযুক্তি লীগের সভাপতি সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর হান্টু, সাংঠনিক সম্পাদক আব্রাহাম লিংকন প্রমুখ।
পরে বিজয়ীদের মাঝে একটি খাসি ছাগল পুরস্কার হিসেবে তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদীর পক্ষে মাসুদ পারভেজ ক্যাপ্টেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]