কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ট ও নবম শ্রেণীর অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ) সকালে বিদ্যালয়ের জহুরুল হক অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলার মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান।
মতবিনিময় সভায় শিক্ষার গুণগতমান, ঝরে পড়া শিক্ষার্থী, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি, মাসিক পরীক্ষার ফলাফল, ইভটিজিং, মাদক ও যৌন হয়রানি বিষয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ রফিকুল ইসলাম, ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখার সিনিয়র অফিসার আফসার উদ্দিন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লফনাজ পারভিন, সিনিয়র শিক্ষক রবীন চন্দ্র লস্কর, অভিভাবক সদস্য হাবিবুর রহমান সহ শতাধিক অভিভাবক।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]