সাতক্ষীরা কালিগঞ্জে বিজয় মেলার নামে বিতর্কিত ও অনুমোদনহীন লটারি কার্যক্রম বন্ধ করে দিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
সোমবার (১৬ জানুয়ারী) দুপুরে তিনি লটারি টিকিট বিক্রয় ও কার্যক্রম বন্ধের নির্দেশ দেন বলে জানা গেছে। এতে জেলা প্রশাসক ও জেলা প্রশাসনের উপর খুশি সাধারণ মানুষ।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, ‘বিষয়টি জানার সাথে সাথে এলাকার জনসাধারণের কল্যাণে দ্রুত টিকিট বিক্রি বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।’
উল্লেখ্য, কালিগঞ্জে বিজয় মেলার নামে প্রতিদিন লটারি টিকিট বিক্রির মাধ্যমে লাখ লাখ টাকার লুটপাট হওয়ার অভিযোগ উঠে। লাভের আশায় খেটে খাওয়া মানুষ অনুমোদনহীন এই টিকিট কিনে নি:স্ব হচ্ছিলো প্রতিনিয়ত। এমন খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বিতর্কিত লটারির টিকিট বিক্রয় কার্যক্রম বন্ধের নির্দেশ দিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]