সাতক্ষীরার কালিগঞ্জে বিট পুলিশিং সমাবেশ বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুশুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। থানা পুলিশের উদ্যোগে এ সমাবেশে ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হালিমুর রহমান।
এসময় তিনি বলেন, মানুষের সেবা ও কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে জনগণের পাশে থাকার অঙ্গীকার করতে হবে। বিট পুলিশিংয়ের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুলিশের সেবাকে পৌঁছে দিতে হবে। পুলিশ এখন মানবিক। দেশের সকল ক্লান্তিলগ্নে পুলিশ সবার আগে ভূমিকা পালন করে বলে জানান তিনি।
‘‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’’ এই স্লোগানকে সামনে রেখে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগের সঞ্চালনায় কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী কাওফিল অরা সজল, উপ-পরিদর্শক খবির হোসেন, শেখ মনির হোসেন, ইউপি’র ৯ নম্বর ওয়ার্ড সদস্য শেখ সিরাজুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল গফ্ফার, কুশুলিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির আলী, লেডিস ক্লাবের সম্পাদিকা ইলাদেবী মল্লিক, স্থানীয় নওশের আলী, মতিউর রহমান, বিমাল চন্দ্র ঘোষ, মশিউর রহমান দিপু, হারুনর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]