সাতক্ষীরার কালিগঞ্জে মৎস্যঘেরে বিদ্যুৎস্পৃষ্টে মিজানুর রহমান (৪২) নামের এক ঘের কর্মচারির মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যক্তি উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ভদ্রখালি এলাকার আবুল হোসেন গাজীর ছেলে।
নিহতের ছোট ভাই নাজমুল ইসলাম (৩০) জানান, তার ভাই (মিজান) উপজেলার পিরোজপুর এলাকার জনৈক মনু ঢালির মৎস্যঘেরে কর্মচারি হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার (২৬ জুলাই) বেলা ৪ টার দিকে বড় ভাই মিজানুর রহমান বৈদ্যুৎতিক মোটরে ঘেরে পানি উঠানোর সময় বিদ্যুৎতায়িত হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক সিয়াবুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরোতহাল রিপোর্ট তৈরি করেন।
সরেজমিন ওই ঘেরে যেয়ে দেখা যায়, মৎস্য ঘেরের বাসা থেকে অনুমান ৫শ’ ফুটের অধিক দূরে কোন প্রকার খুঁটি ছাড়া তার ঝুলিয়ে ঘেরের বাসায় বৈদ্যুৎতিক সংযোগ নিয়েছেন ঘেরমালিক মনু ঢালি। এছাড়া ঘেরের চারিপাশে ছড়ানো ছিটানো বৈদ্যুৎতিক তার।
ঘেরমালিক মনু প্রভাবশালী হওয়ায় তিনি কোন প্রকার নিয়ম নিতির তোয়াক্কা না করে বিদ্যুৎসংযোগ ব্যবহার করে আসছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]