সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাবিবুর রহমান (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলা কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর রঘুনাথপুর গ্রামে সোমবার (২৬ জুলাই) রাত ৯ টার দিকে।
হাবিবুর রহমান উত্তর রঘুনাথপুরের রফিকুল ইসলাম তরফদারের মেঝ পুত্র।
পরিবারিক সূত্র জানায়, রাত ৯ টার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায়। সেসময় হাবিবুর ফ্যানের তার সংযোগ করার জন্য তারে হাত দেয়। এমন সময় বিদ্যুৎ চলে আসলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মাটিতে পড়ে যায়।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথিমধ্যে তার মৃত হয়।
মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে তার জানাজার নামাজের পর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে, মা-বাবা, ২ ভাই, ১ বোনসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকে ছায়া নেমে এসেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]