তারালী (কালিগঞ্জ): কালিগঞ্জের তারালী ইউনিয়নের বরেয়া স্কুল মাঠে অনুষ্ঠিত বরেয়া প্রিমিয়ার লিগ (বিপিএল) এর প্রথম পর্বের চতুর্থ খেলা সোমবার (১৪ ডিসেম্বর) মাহি ক্রিকেট একাদশ ও তাওছিফ ক্রিকেট একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়।
মাহি ক্রিকেট একাদশ টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে।
জবাবে তাওছিফ ক্রিকেট একাদশ ৩ বল হাতে রেখে ৯ উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় ১২৫ রান তুলে পূর্ণ পয়েন্ট অর্জন করে। তাওছিফ ক্রিকেট একাদশের সৌরভ সরদার ২৩ বলে ৬৮ রান করে ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন। খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন মনি ও সোহেল পারভেজ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]