আবু বক্কর সিদ্দিক : "জলাতঙ্ক নির্মূলে,, কাজ করি সবাই মিলে" এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও ভ্যাকসিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় হতে প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শংকর কুমার দে এর নেতৃত্বে র্যালি বাহির হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রাণিসম্পদ কার্যালয়ের সম্মেলন কক্ষের আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় ডাক্তার শংকর কুমার দে এর সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অমিত কুমার বিশ্বাস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: বুলবুল কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বিশ্ব থেকে তথা বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলে আমাদের সবাইকে একযোগে সম্মিলিতভাবে কাজ করতে হবে। জলাতঙ্ক প্রতিকারের অপেক্ষা প্রতিরোধেই আমাদের মূল উদ্দেশ্য এবং টার্গেট হিসেবে সামনে অগ্রসর হওয়া মুখ্য বিষয়। সর্বশেষে জলাতঙ্ক রোগের বিষয়ে ভ্যাকসিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]