কালিগঞ্জে জমিজমার বিরোধকে কেন্দ্র করে বীরমুক্তিযোদ্ধার কবর ভাঙচুরের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বীরমুক্তিযোদ্ধাবৃন্দ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে কালিগঞ্জের নলতা ইউনিয়নের বয়ারডাঙ্গা গ্রামে ভাঙচুরকৃত কবর পরিদর্শনকালে তারা এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের সাবেক সাংগঠনিক কমান্ডার শেখ অজিহার রহমান, সহকারী কমান্ডার জিএম নূর মোহাম্মদ, তারালী ইউনিয়নের সাবেক কমান্ডার আবু বক্কর সিদ্দীক, নলতা ইউনিয়নের সাবেক কমান্ডার আবুল হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার গোলাম রসুল, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শেখ নূর আলীসহ উপজেলা ওলামা লীগের সাবেক সভাপতি মাও. শেখ আব্দুল্লাহ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের মথুরেশপুর ইউনিয়নের দপ্তর সম্পাদক শেখ শিমুল হোসেন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার স্ত্রী সাবেক ইউপি সদস্য খোদেজা খাতুন (৬৫) জানান, তার স্বামী গোলাম মোস্তফা ১৯৯৯ সালে মৃত্যুবরণ করেন।
আগে থেকেই একই গ্রামের মৃত এলাহি বক্স মোড়লের ছেলে এক সময়ের প্রভাবশালী বিএনপি নেতা ইসরাইল হোসেনের (৬০) সাথে তাদের জমি নিয়ে বিরোধ রয়েছে। ইসরাইল হোসেন বিভিন্ন সময় তাদের পরিবারের সাথে চরম খারাপ আচরণের পাশাপাশি হুমকি ধামকি প্রদান করেন। এক পর্যায়ে জমি জবরদখলের উদ্দ্যেশ্যে প্রকাশ্যে ঘোষণা দিয়ে গত ১১ জুলাই রাত ৮ টার দিকে ইসরাইল গং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার কবর ভাঙচুর করে।
এ ঘটনায় তিনি (মোছা: খোদেজা খাতুন) বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০/১৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন (মামলা নং-১৩)।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]