সাতক্ষীরার কালিগঞ্জে মিশন মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে উপজেলার ১২ ইউনিয়নে ১ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপন কর্মসূচি শুরু করা হয়েছে।
এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা।
রোববার (২৩ জুলাই) সকাল ৯ টায় উপজেলার সোহরাওয়ার্দী পার্কে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাহার আলী। মিশন মহিলা উন্নয়ন সংস্থার চেয়ারপার্সন ছকিনা পারভীনের সভাপতিত্বে পরে বাজারগ্রামের নারী প্রধান পরিবারের মাঝে কদবেল, আমলকি, হরিতকি, আমড়া, তেঁতুল, মেহগনী, পেয়ারা, আম, লেবু, কৃষ্ণচুড়া ও তালের চারা বিতরণ করা হয়।
এ সময় তিনি বলেন, সামনে বড়ই কঠিন দিন আসছে। গাছ লাগানোর কোন বিকল্প নেই। এজন্য সবাই গাছ লাগান, পরিবেশ বাঁচান এবং নিজেকে বাঁচান। অনুষ্ঠানে মহিলা মিশন উন্নয়ন সংস্থার পরিচালক শেখ আব্দুল্যাহ, সাংবাদিক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]