সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠে মাঠে বোরো ধান কাটা শুরু হয়েছে। ২৮ ধানের পাশাপাশি শুরু হয়েছে বিভিন্ন জাতের হাইব্রিড ধানকাটা, কষ্টে ফলানোর সোনার ফসল ঘরে তুলতে অনেকেই ব্যস্ত সময় পার করছেন। বিগত বছরগুলোর তুলনায় বছরের চেয়ে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে।
বেশিরভাগ জমির ধান পাকতে শুরু করেছে, ধান ঘরে তুলতে দিন-রাত কাজ করে যাচ্ছে কৃষক- কৃষাণীরা, তবে বাজারে ধান কাটার সাথে সাথেই দাম কমতে শুরু করায় ভরা মৌসুমে ধানের ন্যায্যমূল্য পাবে কিনা এ নিয়ে রয়েছে সংশয়।
এদিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কৃষক নমিজ মোড়ল বলেন, আমি বোরো মৌসুমে ৫ একর বোরো ২৮ জাতের ধান কেটেছি ফলন ভালো হয়েছে। বর্তমানে ভালো দামে বিক্রি করতে পারবো আশা করছি।
মৌতলা ইউনিয়নের কৃষক সুরাত আলী বলেন, আমার বোরো ধান কাটা শুরু হয়েছে আবহাওয়া অনুকূলে থাকলে গোলায় ধান তুলতে পারবো বলে আশা প্রকাশ করছি
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইকবাল আলম বলেন, এবারের ৫৫ শ' হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। আশা করি বোরো মৌসুম কালবৈশাখীর তাণ্ডব বা শিলাবৃষ্টির দেখা না পাওয়ায় ধান উৎপাদন আসাতীত ও বাম্পার ফলন হয়েছে, তবে স্বাভাবিক বৃষ্টিপাত হলে উৎপাদন আরো কয়েকগুণ বৃদ্ধি পেতো।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]