কালিগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরধরে শেখ মোজাফ্ফার আহমেদ (৩৫) নামে এক মুদি ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। সে উপজেলার মথুরেশপুুর ইউনিয়নের শীতলপুর এলাকার মৃত জহুল আলী শেখ’র ছেলে।
ভুক্তভোগীর পরিবার সূত্র জানান, মুদি ব্যবসায়ী শেখ মোজাফ্ফার আহমেদ’র (৩৫) সাথে একই এলাকার মৃত কবির আলী মোল্লার ছেলে আছানুর রহমান ওরফে নেইটো’র (৪০) প্রায় ৪ বছর যাবত জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো।
ওই বিরোধের জেরধরে সোমবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে নেইটো গং পূর্ব-পরিকল্পিতভাবে মুদি ব্যবসায়ী শেখ মোজাফ্ফার আহমেদের দোকানে গিয়ে লুটপাট করতে থাকে। ওই সময় ব্যবসায়ী মোজাফ্ফার আহমেদ বাঁধা প্রদান করলে অভিযুক্ত নেইটো গং তাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরিবার সহ স্থানীয়রা গুরুতর মোজাফ্ফারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর আগে নেইটো গং ব্যবসায়ী শেখ মোজাফ্ফার আহমেদ জমিতে প্রবেশ করে সীমানা উঠিয়ে দিয়ে গাছে আগুন ধরিয়ে দেয় বলে জানা যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক এ প্রতিবেদকে জানান, আহত মোজাফ্ফার আহমেদের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়েছে।
এদিকে অভিযুক্ত আছানুর রহমান ওরফে নেইটো’র ব্যবহৃত নাম্বারে একাধিকবার ফোন দিলেও রিসিভ হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় এজাহার দায়েরের প্রস্তুতি চলছিলো।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]