শুক্রবার সকাল ১১টায় কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সম্মুখে আলোচিত ভূয়া ডাক্তার প্রতারক রেজাউল করিম ও পিতা দালাল শামছুর রহমানের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী সহ এলাকাবাসী।
সালাউদ্দিন ও মামুন বিশ্বাসের সঞ্চালনায় মানববন্ধন থেকে একাধিক ভুক্তভোগী, প্রতারনার মাধ্যমে ডাক্তার খেতাব লাগিয়ে গ্রামের সহজ সরল মানুষকে অপচিকিৎসা দিয়ে অর্থ হাতিয়ে নেওয়া রেজাউল করীমের শাস্তির দাবি জানিয়েছেন।
মানববন্ধনে একজন ভুক্তভোগী রেজাউলের প্রতারণার আকড়া কোহিনূর হোমিও চিকিৎসালয়ের নিজস্ব মোড়কে ঔষধ এর নমূনা প্রদর্শন করেন। যার লেবেলে বিভিন্ন জটিল ও কঠিন রোগ নিরাময়ের চটকদার বিজ্ঞাপন থাকলেও ঔষধের বিবরণ বা প্রস্তুত ও মেয়াদ উত্তীর্ণের তারিখ কিছুই নেই।
এছাড়া স্থানীয় জাগ্রত কৃষ্ণনগরের সভাপতি সেলিম মাহমুদ, সাবেক ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান, মেহেদী সহ একাধিক ব্যক্তি রেজাউল ও দালাল শামছুরের শাস্তির দাবি করেন।
বক্তাগন রেজাউল ও শামছুরের প্রতারণার খবর একাধিক গণমাধ্যমে প্রকাশের পরেও প্রশাসনের নিরব ভূমিকায়ও ক্ষোভ প্রকাশ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]