সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। উদ্ধার হয়েছে ছিনতাইকৃত টিভিএস মটর সাইকেল। এঘটনায় থানায় ছিনতাই মামলা হয়েছে।
থানা সুত্রে জানাগেছে, বুধবার (০৯ জুন) রাত সাড়ে ৯ টায় থানা এলাকার কামারগাঁতী মোড়ে মটরসাইকেল ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। শ্যামনগর উপজেলার নুরনগর গ্রামের আবুল হোসেনের পুত্র সার্জিকেল ক্লিনিকের কর্মচারী আশিক (২৫) কালিগঞ্জ হতে বাড়ী ফেরার পথে সড়কে রশি দিয়ে গতিরোধ করে এবং লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়ে আশিককে মারাত্মক যখম করে মটর সাইকেল নিয়ে চম্পট দেয় ছিনতাইকারীচক্র।
পরে ঘটনাটি থানা পুলিশকে অবহিত করেন আশিক এর পরিবার ও কালিগঞ্জের সার্জিকেল ক্লিনিকের মালিকপক্ষ।
অতিদ্রুত কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা'র নির্দেশে থানার সেকেন্ড অফিসার তারিকুল ইসলামের নেতৃত্বে এসআই শিহাবুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স ও স্থানীয় গ্রাম পুলিশ অভিযান চালিয়ে কামারগাঁতি এলাকার রাজু শেখের বাগান থেকে মহৎপুর গ্রামের গোলাম হোসেনের পুত্র আলাউদ্দীন (২৪) ও তারালী গ্রামের আমির আলী সরদারের পুত্র মারুফ হোসেন (২৬) কে আটক করতে সক্ষম হন।
এসময় তাদের স্বীকারোক্তিতে প্বাশ্ববর্তী থেকে মটর সাইকেলটি উদ্ধার করেন। এঘটনায় বৃহস্পতিবার (১০ জুন) কালিগঞ্জ থানায় ছিনতাই মামলা হয়েছে, মামলা নম্বর ১০। ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা এ প্রতিনিধিকে বলেন ছিনতাইয়ের ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে এবং ছিনতাইয়ের ঘটনায় আরও জড়িতদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যহত রয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]