সাম্প্রতি ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননা করায় শুক্রবার (১০ জুন) জুমার নামাজ বাদ কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সিলসিলায়ে ফুরফুরা শরিফের ভক্ত বৃন্দ ও সাধারণ মুসলমানদের শান্তিপূর্ণ র্যালী ও প্রতিবাদ সমাবেশে পুলিশের বাধায় পন্ড হয়েছে।
কৃষ্ণনগর ইউনিয়নের বিভিন্ন গ্রাম-মহল্লার মসজিদ থেকে হাজারো মুসলমান জনসাধারণেরা এসে কৃষান মজুমদার হাইস্কুল মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠানে সমবেত হয়।
শান্তিপূর্ন প্রতিবাদ সমাবেশ চলাকালে কালিগঞ্জ থানা পুলিশের কৃষ্ণনগর ইউপির দায়িত্বপ্রাপ্ত বিট অফিসার এ এস আই ইব্রাহীম হোসেন সরকারের নিষেধ আছে বলে সমাবেশ অনুষ্ঠান বন্ধ করতে বলেন।
এনিয়ে হাজারো মুসলিম জনতার মধ্যে চরম ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখান।
তারা বলেন, এই সমাবেশ কোন রাজনৈতিক দলের না, এটি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননা করার প্রতিবাদ সমাবেশ। আমরা শান্তি পূর্ণ ভাবে পরিচালনা করছি তাহলে কেন পুলিশ বন্ধ করে দিবে।
এবিষয়ে দায়িত্ব প্রাপ্ত বিট অফিসার এ এস আই ইব্রাহীম হোসেন বলেন, আমি বিক্ষোভ মিছিল বন্ধ করতে বলেছিলাম কারণ বিশৃঙ্খলা সৃষ্টি হয় কিনা তাই। তবে আমি সমাবেশ করতে নিষেধ করিনি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]