সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির নাম জাহাঙ্গীর আলম মনি (৪০)। সে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের জহুরুল আলী গাজীর ছেলে।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পুলিশ পরিদর্শক সেলিম রেজা ও সহকারি উপ-পুলিশ পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রাম থেকে মাদক মামলার পলাতক আসামি মনিকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'গ্রেফতারকৃত আসামি নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালিগঞ্জ থানায় একটি মামলা রয়েছে মামলা নাম্বার ১৭। আসামিকে বৃহস্পতিবার সকালের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।'
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]