সাতক্ষীরার কালিগঞ্জে স্বত্ব দখলীয় ভিটা নিয়ে আপন ভাইয়ের মৎস্য ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বাজারগ্রামে গত ২৯ মে শুক্রবার রাতে। এই ঘটনায় ভুক্তভোগী মৃত্যু শেখ আজগার আলীর পুত্র আজমল হোসেন কালিগঞ্জ থানায় গত ২৬ শে জুন শুক্রবার এক অভিযোগ দায়ের করেন।
অভিযোগ ও পারিবারি সূত্রে জানা যায়, কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রামের মৃত আজগার আলীর বড় পুত্র শেখ আকমল হোসেন (৪৫) কল মিস্ত্রি। পারিবারিক গোলোযোগের সূত্র ধরে আপন ছোট ভাই শেখ আজমল হোসেনের ঘেরে গত ২৯ মে সোমবার গভীর রাতে ঘেরে বিষ প্রয়োগ করে। এতে করে শেখ আজমল হোসেনের প্রায় ২ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির মাছ মারা যায়। অভিযোগকারী আজমল হোসেন তার বড় ভাই শেখ আকমল সহ অজ্ঞাত আরও কয়েকজন কে বিবাদী করে থানায় অভিযোগ দায়ের করেন। ক্ষিপ্ত হয়ে আকমল ও তার বাহিনী ছোট ভাই আজমল কে জীবন নাশের হুমকি দেয় এমনকি তার মটরসাইকেল সহ অন্যান জিনিস পত্র কেড়ে নেওয়ার কথা বলে।
সরেজমিনে যেয়ে দেখা যায়, বাজারগ্রামে এলাকাবাসী সহ কুদ্দুস, রবিউল ও রেজাউল আরও অনেকে মহিলারা এপ্রতিনিধি কে বলে সে সবার সামনে বলছে এ তো শুধু মাত্র ঘেরের মাছ মেরেছি এর পরে আজমলের অনেক কিছু ক্ষতি সাধন করব এমন কি ওকে এলাকায় বসবাস করতে দেবো না। ঘটনাস্থলে যেয়ে আরও জানা যায়, ইতি পূর্বে আকমল কল মিস্ত্রি হওয়ায় বিভিন্ন সময় পুরাতন কল, মোবাইল সহ অনেক কিছু চুরি করে। এব্যাপারে কালিগঞ্জ বাজারগ্রামে ফলের দোকানে মোবাইল চুরির দায়ে জেল খাটে এবং জরিমানাও দেয়, অভিযোগ কারী আজমল হোসেন বলেন তার বড় ভাই আকমল হোসেন মাদক সেবন ও মাদক ব্যবসায়ীর সাথে জড়িত আছে। যা এলাকায় অনেকে জানে। এমনকি সে বিভিন্ন সময় জাল দলিল করে এলাকার জমি দখল করে থাকে। তার প্রমানে ১৯৮৬ সালে কালিগঞ্জ সাবরেজিষ্ট্রি অফিসে ৫৯৭৮ নং দলিলে ১৩/০৭/১৯৮৬ তারিখে মুল দলিল থাকার স্বত্বেও সাটিফাই কপি তুলে তাতে ভুঁয়া দাগ নং বসিয়ে জাল জালিয়াতির মাধ্যমে ছোট ভাই আজমলের জমি দখল করিয়াছে।
একারণে ভুক্তভোগী আজমল হোসেন কল মিস্ত্রি আকমলের হাত থেকে রেহাই পেতে অত্র এলাকার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : kalaroanews33@gmail.com