মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ: ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বিজয়ের চূড়ান্ত মুহূর্তে এ দিনে বাঙ্গালীদের মেধাশূন্য করতে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করে। মুক্তিযুদ্ধ ও বাঙালির ইতিহাসের এই দিনটি পালন করতে সারা দেশের ন্যায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসন সহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান গুলো যথাযোগ্য মর্যাদায় পৃথক পৃথক ভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের নেতৃত্বে একটি শোভাযাত্রা ডাকবাংলা মোড়ে অবস্থিত বুদ্ধিজীবীদের স্মৃতিস্তম্ভ বধ্য ভূমিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে। শোভাযাত্রা ও শ্রদ্ধা নিবেদনে অংশনেয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ড। শ্রদ্ধা নিবেদন শেষে সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসাইনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা বিএনপি'র সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসেনে আরা খানম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সহিদুর রহমান, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক রাকিব হোসেন ও আমির হামজা সহ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এস,এম গোলাম ফারুক প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]