নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বিএনপির কার্যালয়ের সামনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে ব্যানারে যুবদলের কিছু নেতা কর্মিদের নাম না থাকায় যুবদলের দু-গ্রুপের মারামারি হয়।
রবিবার (২৭ই অক্টোবর) বিকাল ৫টর সময় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকি অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।
সারাদেশের ন্যায় কালিগঞ্জে উপজেলা যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকিতে এই ঘটনায় দু-পক্ষের ২জন আহত হয়েছেন।
এ বিষয় কালিগঞ্জ যুবদলের সদস্য আব্দুল আজিজ জানান, কালিগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে যুবদলের আহবায়ক আলাউদ্দিন সোহেল একটি অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানের ব্যানারে যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজ, যুগ্ন আহবায়ক রবিউল্লাহ বাহার, যুগ্ন আহবায়ক কাজী রাব্বির নাম না থাকায় মারপিট শুরু হয়। এতে আহত হয় যুবদলের কালিগঞ্জ উপজেলা যুবদলের ২ জন সদস্য।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]