ক্ষতিকর রাসায়নিক দিয়ে পাকানো দেঁড় হাজার কেজি আম জব্দ করেছে কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী।
রোববার (৯ এপ্রিল) রাত ১০ টায় উপজেলার নলতা ইউনিয়নের নলতা এলাকায় এই ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে নলতা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান পাড় উপস্থিত ছিলেন।
এবিষয়ে নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড় বলেন, এলাকার সচেতন মানুষরা আমাকে জানান অপরিপক্ব আম রাসয়নিক দিয়ে ঢাকায় পাঠানো হচ্ছে। তখনই আমি রাস্তায় নেমে পড়ি। অবশেষে রাতে নিশ্চিত হয়েছি পিকআপ ভর্তি আম ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী সাংদিকদের বলেন, আমের মৌসুম শুরুর আগেই অসাধু ব্যবসায়ীরা বেশি লাভের আশায় রাসায়নিকে আম পাকিয়ে তা বিক্রি শুরু করেছেন ও ঢাকায় পাঠাচ্ছেন। এই আম গুলো বাজারজাত করতে এখনো যথেষ্ট সময় বাকি আছে। বাইরে থেকে পাকা মনে হলেও আমগুলো আসলে অপরিপক্ক। রাসায়নি দিয়ে কাঁচা আম পাকানো হয়েছে। এই আম মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর।
এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে পিকআপসহ আম জব্দ করা হয়। সোমবার দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতে আম গুলো ধ্বংস করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]