আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা) : সাতক্ষীরার কালিগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) সকালে বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে নবগঠিত কমিটির সভাপতি গাজী মিজানুর রহমানের সভাপতিত্বে কোরআন তেলায়াত ও গীতাপাঠের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। সভাপতির স্বাগত বক্তব্যর পরে পরিচিতি সভাটির প্রধান অতিথি সমিতির উপদেষ্ঠা ও নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম নবগঠিত কার্যকরী কমিটির সদস্যদের পরিচিতি কার্যক্রম পরিচালনা করেন।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ও যুগ্ন সাধারণ সম্পাদক মো: আফজাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন নবগঠিত কমিটির উপদেষ্টা চৌমুহনি মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক ডি এম মমতাজ উদ্দিন, কার্যকরী কমিটির সহ-সভাপতি শেখ ইকবল আলম বাবলু, কামরুজ্জামান, যুগ্ন সাধারণ সম্পাদক মো: আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: আবু হাসান, সহ সাংগঠনিক সম্পাদক মো: সাইফুল ইসলাম, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা পারভীন প্রমুখ।
পরিচিতি সভায় উপস্থিত সকলের সম্মতিতে বাংলাদেশ শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার কার্যকরী কমিটিতে সদস্য সংখ্যা ৩১ থেকে বর্ধিত করে ৪১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। বিভিন্ন দাবি পূরন ও শিক্ষকদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং সমিতির মাধ্যমে সৃষ্টিশীল কাজের মাধ্যমে শিক্ষকদের এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহনের মাধ্যমে সভার সমাপ্তি হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]