প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৬, ২০২৫, ১:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৮, ২০২৩, ৫:৩৮ অপরাহ্ণ
কালিগঞ্জে সড়ক দুর্ঘটনা আহত ৫
কালিগঞ্জ সাতক্ষীরা মহাসড়কের সাতপুর ব্রিজ সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাসের সামনের চাকার পাতি ভেঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৫ জন যাত্রী আহত হয়েছে।
ওই সময় গুরুতর আহতদের উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতরা হলো কালিগঞ্জ থানার দক্ষিণ শ্রীপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে বদর উদ্দিন (৭৬), কালিকাপুর গ্রামের আলহাজ্ব আব্দুল মালেক গাজীর ছেলে নজরুল ইসলাম(৬২), খড়মি গ্রামের আজহার আলীর ছেলে শহীদ(৩৭), একই গ্রামের আফাজ উদ্দিনের ছেলে মজিবর রহমান (৪০), ভদ্রখালী গ্রামের শামসুর রহমানের ছেলে রবিউল ইসলাম(৫০)।
প্রত্যক্ষদর্শী সূত্রে এবং হাসপাতালে আহতরা জানান, সকাল সাড়ে ৮টায় কালিগঞ্জ বাস টার্মিনাল হতে যশোর জ ১১-০১৩৫ নং একটি যাত্রীবাহী বাস কালিগঞ্জ হতে সাতক্ষীরা যাওয়ার পথে সাদপুর ব্রিজ ওঠার আগে পাতি ভেঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি বাঁশ বাগানের খাদে পড়ে যায়। ওই সময় স্থানীয়রা দ্রুত এসে আহতদের উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার শেখ তৈবুর রহমান সাংবাদিকদের জানান দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বড় ধরনের দুর্ঘটনা ঘটলে আরো হতাহত ঘটতে পারতো।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল