নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে আওয়ামীলীগ নেতা গামছা খলিলের নেতৃত্বে হাতুড়ি বাহিনীর হামলায় বিএনপি কর্মী পলাশ হাসপাতালে। হামলার ঘটনায় কালিগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন শারমিন সুলতানা।
অভিযোগ ও স্থানীয় সূত্রে যানাযায় , উপজেলার বিষ্ণুপুর গ্রামের শামসুর রহমান সরদারের ছেলে বিএনপির কর্মী রাশেদ সামস্ পলাশ (৫৫) গত ৩১ ডিসেম্বর বেলা সাড়ে ১১ টায় বাজারে যায় বাজার করতে। পূর্ব পরিকল্পিত ভাবে মৃত বদরুদ্দীন সরদারের ছেলে গামছা বাহিনীর প্রধান খলিল মেম্বারের নেতৃত্বে ২০/৩০ জন হাতুড়ি লোহার রড ও লাঠি সোটা নিয়ে হামলা করে পলাশের উপর। ব্যাপক পিটিয়ে রক্তাক্ত জখম করে তাকে মাটিতে ফেলে দেয়। এ সময়ে স্থানীয় ব্যবসায়ীরা প্রতিবাদ করলে খলিল মেম্বারসহ তার বাহিনীর সদস্যরা পালিয়ে যায়।
এদিকে মারাত্মক জখম হওয়া পলাশকে হাসপাতালে নিতে চাইলে আবারো বেপরোয়া হয়ে খলিল মেম্বার, জাহাঙ্গীর, মোস্তফা, আলতাফ, আশরাফুল, আবু ইউসুফ, তৈবুর রহমান, রফিকুল, ইকবাল, হাতুড়ি ইদ্রিস, মোল্লা মিলনসহ আরো অনেকে। এক পর্যায়ে থানা পুলিশ পলাশকে উদ্ধার করে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করে। তার মাথায় দায়ের কোপ ও হাতুড়ির আঘাতের জখমী আছে। এঘটনায় কালিগঞ্জ থানায় এজাহার দায়ের করেছে পলাশের বউ শারমিন সুলতানা। এবিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন উভয় পক্ষের পৃথক অভিযোগ পেয়েছি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : kalaroanews33@gmail.com