সাতক্ষীরার কালিগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে শিরিনা বেগম (৪৮) নামে এক গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় ২৪ ঘন্টা না পেরুতেই ২ নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন- উপজেলার কুশুলিয়া ইউনিয়নের কাজীপাড়া গ্রামের কাজী মহিউদ্দিনের স্ত্রী রওশানারা বেগম (৪৫), একই গ্রামের কাজী মনিরুল ইসলামের স্ত্রী তাসলিমা খাতুন (৩৬)।
আটককৃতদেরকে সোমবার বেলা ১২টার দিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, 'নিহত শিরিনা বেগমের বড় ছেলে কাজী শিমুল হোসেন (২৫) বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার প্রেরিক্ষে থানার উপ-পরিদর্শক মিলন বিশ্বাস অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামি রওশানারা বেগম ও তাসলিমা খাতুনকে আটক করেন।'
প্রসঙ্গত: উপজেলার কুশুলিয়া গ্রামের মৃত ওয়াদুদ ইসলামের বড় ছেলে সাদিকুল ইসলাম (৫৫) এবং তার ছোট ভাই মনিরুল ইসলাম (৪০) এর মধ্যে ৫ শতক জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিলো।
এরই সূত্রধরে গত বুধবার রাত ১১ টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। ওই সময়ে সাদিকুলের স্ত্রী শিরিনা বেগমের হাত ও পায়ের একটি আঙ্গুল ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সেখান থেকে রবিবার (১৬ মে) সকালে বিভিন্ন পরীক্ষা- নিরীক্ষার জন্য শিরিনাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এরপর বিকেলে যাবতীয় পরীক্ষা- নিরীক্ষা শেষে কালিগঞ্জে ফেরার পথিমধ্যে ওই গৃহবধূর মৃত্যৃ হয়। খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ গৃহবধূর বাড়িতে উপস্থিত হয়ে মৃতদেহের সুরোতহাল রিপোর্ট তৈরি মর্গে প্রেরণ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]