প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ৪:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৮, ২০২৩, ৫:৩১ অপরাহ্ণ
কালিগঞ্জে ১ শিক্ষার্থীকে ধর্ষণ প্রচেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের
সোমবার( ২৭ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভদ্র খালি দি মুন কিন্ডার গার্ডেন স্কুলের নার্সারীর ছাত্রীকে ভদ্র খালি বাজারে তার দোকানে একা পেয়ে খাবারের প্রলোভনের ফাঁদে ফেলে মুখ চেপে ধরে লম্পট আজিজুল ধর্ষণ প্রচেষ্টা চালায়। ভুক্তভোগী ওই শিক্ষার্থী বাড়িতে এসে মা এবং সবাইকে জানানোর পরে বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় উল্টো লম্পট আজিজুর এবং তার চাচা সুরুজ তাদেরকে বেধড়ক পিটিয়ে আহত করে। লম্পট আজিজুর কারিগর উপজেলার ভদ্রখালী গ্রামের মৃত বক্স কারিগরের পুত্র।
খবর পেয়ে ওই ঐদিন রাত ১২টার সময় থানার উপ পরিদর্শক আব্দুর রহিম ঘটনাস্থল পরিদর্শন করেন। লম্পট আজিজুর কারিগর (৪৫) উপজেলার ভদ্রখালী গ্রামের মৃত বকস কারিগরের পুত্র।
উক্ত ঘটনায় শিক্ষার্থীর বাবা বাহারাইন প্রবাসী হওয়ায় তার মাতা বাদী হয়ে মঙ্গলবার থানায় একটি মামলা দায়ের করেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে থানার অফিসার ইনচার্জ মামুন রহমান সাংবাদিকদের জানায়, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে দেওয়া হয়। ভুক্তভোগী পরিবারের দেওয়া মামলা রেকর্ড হয়েছে। অচিরেই আসামি গ্রেফতার হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]
Copyright © 2025 কলারোয়া নিউজ. All rights reserved.