সাতক্ষীরার কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের মোসলেমের হাটখোলা প্রাঙ্গনে ২ কোটি টাকা ব্যায়ে পানির প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে।
বুধবার (৫ এপ্রিল) সকালে জাপান সরকারের আওতাধীন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন সিস্টের এর অর্থায়নে প্রকল্পের কাজ শেষে কাগজপত্র ও চাবি কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ্'র কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
এসময় তিনি বলেন, ২১ টি সুপেয় পানি প্রকল্পের কাজ বাংলাদেশে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তারমধ্যে কালিগঞ্জে একটি।
আমার পিতা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান এবং আমার বড় ভাই কুশুলিয়া ইউপি'র সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমনের ঐকান্তিক প্রচেষ্টায় এ প্রকল্পের কাজ শুরু হয়।
দীর্ঘদিন পর ৩৬ টি গুনাগুন সম্পন্ন এ সুপেয় পানি প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে।
প্রকল্পের পানি বিক্রির লাভের টাকা স্থানীয় বায়তুল মামুর জামে মসজিদের ফান্ডে জমা হবে বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন
ঠিকাদার প্রতিষ্ঠান ফিউচারবাড ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড এর সাইট ম্যানেজার হাদিতো কাওয়াকামি, সহকারী সাইট ম্যানেজার মোহাম্মদ ইমরান হোসেন,কোকুশাই কোগিও কোম্পানি লিমিটেড এর কনসালটেন্ট মাশাহিরো কাউয়ামতো ও মোহাম্মদ নূর আলম, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]