কালিগঞ্জে ৩শ’ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (১৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের বন্ধুদের দ্বারা পরিচালিত বিদ্যালয় প্রাঙ্গন থেকে ৩শ’ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদানের মাধ্যমে ‘‘বন্ধন-৯২’’ নামে সংগঠনটির আত্মপ্রকাশ হয়।
৩শ’ পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে ১০ কেজি চাউল, ১ কেজি ডাউল, ২ কেজি পেয়াজ, ৩ কেজি আলু, ১প্যাকেট লবণ, ১ লিটার তেল, ২ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি, ১টি সাবান, ৩ টি মাস্ক প্যাকেজ আকারে প্রদান করা হয়।
এরআগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ কুমার দত্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগঠনের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এসময় ৯২ ব্যাচের শিক্ষার্থী, সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং উজ্জিবনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ৯২ ব্যাচের শিক্ষার্থী শেখ ইকবাল আলম বাবলুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক নুরুজ্জামান, অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমান, ব্যবসায়ী তারিক মাসুদ রুমি প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]