কালিগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিনব পন্থায় (১৯ জুলাই) রাত আনুঃ ১টায় উপজেলার খানজিয়া সীমান্ত এলাকা থেকে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আল আমিন (২২) কে ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আটক করেছে।
সে দেবহাটা উপজেলার দক্ষিন নাংলা গ্রামের আহম্মাদ আলীর পুত্র। কালিগঞ্জ থানার চৌকস অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন এর নির্দেশে থানার উপ পরিদর্শক জিল্লুর রহমান সংগীয় পুলিশ ফোর্স নিয়ে কৌশলে খানজিয়া ক্যাম্পের এলাকা থেকে মাদক ব্যবসায়ী আল আমিন কে গ্রেপ্তার করে। আল আমিনের অপর সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
এব্যাপারে উপ পরিদর্শক জিল্লুর রহমান বাদী হয়ে মাদক দ্রব্য আইনে কালিগঞ্জ থানায় মামলা করেছে, মামলা নং-১৪। আটককৃত মাদক ব্যবসায়ীকে সাতক্ষীরা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]