ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াই.পিএ.জি) এর আয়োজনে এবং দি হাঙ্গার প্রজেক্ট এর সহযোগিতায় সাতক্ষীরার কালিগঞ্জ ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ এর ত্রৈমাসিক সভা ৩ ডিসেম্বর, ২০২৪, মঙ্গলবার বিকেল ৩ ঘটিকায় কালিগঞ্জ প্রেস ক্লাবে অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।
ওয়াই.পি. এ.জি এর সহ-সমন্বয়ক আকাশ দাশ সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ এর সমন্বয়ক পারভেজ ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন, ওয়াই.পি এ.জি সমন্বয়ক মো. পারভেজ ইসলাম।
সভায় ক্রিয়েট ক্যাডার অব লিডার্স ফর ফিউচার ডেমোক্যাটিক এন্ড পিসফুল বাংলাদেশ প্রশিক্ষণ, সামাজিক কর্মসূচি বাস্তবায়ন ও পিস ইভেন্ট বিষয়ে বিস্তারিত অঅলোচনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর খুলনা অঞ্চলে এরিয়া কোঅরডিনেটর এস.এম রাজু জবেদ।
সভায় বক্তব্য রাখেনে পিএফজি কোঅরডিনেটর সুকুমার দাশ বাচ্চু, পিএফজি সদস্য শান্তি রঞ্জন চক্রবর্তী, হাফিজুর রহমান শিমুল বক্তারা বলেন, কালিগঞ্জ এ রাজনৈতিক, ধর্মীয় ও জতিগত সহিংসতা পরিহার এবং শান্তি – সম্প্রীতির আহবানে পিএফজি’র পাশাপাশি ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপও কাজ করবে। তারা বলেন, কালিগঞ্জ এ শান্তি- সম্প্রীতি প্রতিষ্ঠায় যে সকল কর্মসূচি গ্রহণ করা হলো তা বাস্তবায়নে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপকে পিএফজি সার্বক্ষনিক সহয়োগিতা করবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]