আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ : বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রাজনৈতিক ব্যক্তিত্ব, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুধিজন সহ ৩ শতাধিক বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে সোমবার (২৪ মার্চ) বিকালে কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা লেয়াকাত আলীর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমাদের রাজনৈতিক এবং ধর্মীয় পার্থক্য ও মতবিরোধ থাকবে কিন্তু এ দেশটা আমাদের সবার, দেশের সার্থে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কালিগঞ্জ উপজেলা আহবায়ক মো: আমির হামজা প্রমুখ।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]