কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বিমাসিক সভা রবিবার (২৯ অক্টোবর) সকালে অনুষ্ঠিত হয়।
উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল কবীর, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, স্যানেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুস সোবহান, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজী মিজানূর রহমান, রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রভাষক সৈয়দ মাহমুদুর রহমান প্রমুখ।
এসময় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা বলেন, কোন শিশু যাতে অপুষ্টির শিকার না হয় সেজন্য সরকারি ও বেসরকারি ভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে শারীরিক পুষ্টি ছাড়াও শিশুদের যাতে যথাযথ মানসিক বিকাশ হয় সেব্যাপারে উদ্যোগ নেয়া প্রয়োজন।
এ ব্যাপারে অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]