কালিগঞ্জ প্রেসক্লাবের জরুরি কার্যনির্বাহী সভা শনিবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৫ টায় প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল হামিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেনের সঞ্চালনায় সভায় প্রেসক্লাবের সমসাময়িক বিষয় ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতামত পেশ করে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি শেখ সাদেকুর রহমান, সহ-সভাপতি আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, দপ্তর সম্পাদক শেখ মাহবুবুর রহমান সুমন, কার্যনির্বাহী সদস্য সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, মোখলেছুর রহমান মুকুল, ফজলুল হক প্রমুখ।
এ সময় তারা বলেন, কালিগঞ্জ উপজেলা এলাকার চিহিৃত একটি দালাল চক্র প্রেসক্লাবের সুনাম নষ্ট করার জন্য বিভিন্ন অপতৎরতা চালিয়ে যাচ্ছে। তারা নিজেদেরকে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে তদবির বাণিজ্যসহ বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে সর্বদা ব্যস্ত থাকে। আবার তারাই কালিগঞ্জে মূল ধারার সাংবাদিকদের সম্পর্কে বিরূপ মন্তব্য করে প্রশাসন, জনপ্রতিনিধি ও সূধী সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। তাদেরকে রুখতে না পারলে সাংবাদিক সমাজকে প্রতিনিয়ত বিব্রতকর অবস্থায় পড়তে হবে। প্রেসক্লাবের নাম ব্যবহার করে যারা অনিয়ম ও দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তের পাশাপাশি সাতক্ষীরা আদালতে চলমান প্রেসক্লাবের মামলা সম্পর্কে বিস্তারিত আলোচনা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জরুরি এ সভায় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সামাজিক আন্দোলন কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও বিষ্ণুপুর ইউপির সাবেক চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীনের স্মরণ সভা অনুষ্ঠিত হয়। তার রূহের মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল হামিদ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]