উৎসবমূখর পরিবেশে সাতক্ষীরার কালীগঞ্জের তারালী ইউনিয়নের ঐতিহ্যবাহী বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের সার্বিক আয়োজনে সোমবার (২০ ফেব্রæয়ারি) সকাল ১০টায় বিদ্যাললের সবুজ চত্বরে উৎসবকে ঘিরে বসেছিল শিক্ষার্থীদের আনন্দাসর। গানে-কবিতায় আর আলোচনায় মেতে উঠেছিলো স্কুলের শিক্ষার্থীরা। হরেক রকম পিঠার স্টল সাজিয়ে প্রদর্শন করে তারা। বাসন্তী শাড়িতে সেজে আগতদের ফুলেল শুভেচ্ছা ও অভিবাদন জানায় শিক্ষার্থীরা।
এদিকে বসন্ত বরণ ও পিঠা উৎসব উপলক্ষে আলোচনা সভা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল অত্যন্ত নান্দনিক। বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য’র সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক একেএম হাসানুজ্জামান ও মোহাম্মদ ইকবাল হোসেনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের ক্রিকেটার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের শৈশবের স্মৃতিধন্য এ বিদ্যাপীঠে বসন্ত বরণ ও পিঠা উৎসবে প্রায় ১০-১১ রকমের বিভিন্ন পিঠা উপস্থাপন ও পরিবেশন করা হয়। পিঠা উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক এম. আব্দুল হাকিম সরদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোহাম্মদ ইদ্রিস আলী, হীরালাল সরকার, অবসরপ্রাপ্ত (গণিত) শিক্ষক সত্য রঞ্জন বিশ্বাস, ইউপি সদস্য ও সাতক্ষীরা ডক্টর’স ক্লিনিকের ডাইরেক্টর এনামুল হক (এনাম), সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান সরদার, বরেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোজিনা পারভীন, কিশোরী মোহন, সাবেক অফিস সহকারী জগদীশ রায়সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে মোট ১০টি স্টলের মধ্যে বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ৬টি স্টল, বরেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ১টি স্টল এবং সাবেক শিক্ষার্থীদের ৩টি স্টল স্থান পায়।
কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনের মধ্য আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি করা হয়। ক্রীড়া অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করেন কাটার মাস্টার জাতীয় দলের ক্রিকেটার মোস্তাফিজুর রহমান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]